তেতুলিয়ায় শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি আলোচনা সভা অনুষ্ঠিত


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : অক্টোবর ৫, ২০২৫, ৭:০১ অপরাহ্ন /
তেতুলিয়ায় শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

পঞ্চগড় প্রতিনিধি খাদেমুল ইসলাম!

শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চ গড় তেতুলিয়ায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপন হলো বিশ্ব শিক্ষক দিবস । এ উপলক্ষে রবিবার (৫ অক্টোবর) সকালে তেতুলিয়ায় চৌরাস্তা বাজার তুতুল গাছ তলায় সামনে থেকে শিক্ষকদের একটি র‍্যালি বের হয়ে তেতুলিয়া বাংলাবান্ধা মহাসড়কসহ চৌরাস্তা বাজার সড়কে প্রদক্ষিণ করে। র‍্যালিতে তেতুলিয়ার সহস্রাধিক শিক্ষক অংশ নেয়।

র‍্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তেতুলিয়া উপজেলা শাখার শিক্ষক সমিতির সভাপতি শালবাহান মহুরি হাট
ভিপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুর অব রশিদের
সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন তেতুলিয়া সহকারী কমিশনার (ভুমি) এম এ আকাশ, ভজনপুর স্কুলের প্রধান শিক্ষক মোঃ মকবুলার রহমান, ফকির পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক, রনচন্ডি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইদ্রিস আলী, তেতুলিয়া উপজেলা শাখার শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন,মাথাফাটা স্কুলের প্রধান শিক্ষক আব্দুল করিম,বুড়া-বুড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আজিজুল হক, বোয়াল মারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক,তেতুলিয়া ডিগ্রী কলেজের শিক্ষক কাজীরুল ইসলাম সহ শিক্ষক নেতৃবৃন্দ আলোচনায় অংশ নেন।

এসময় বক্তারা বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড আর শিক্ষকরা হচ্ছেন জাতি গড়ার কারিগর। শিক্ষকরা আদর্শ মানুষ এবং সমৃদ্ধ জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।