শাল্লায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারে বিক্রির অভিযোগ


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৪, ২০২৫, ৯:০৮ অপরাহ্ন /
শাল্লায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারে বিক্রির অভিযোগ

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচি দরিদ্রদের মধ্যে ন্যয্যমূল্যে বিক্রির জন্য সরকারি চাল কালোবাজারে বিক্রির অভিযোগ পাওয়া গেছে।

১২ সেপ্টেম্বর শুক্রবার স্থানীয়রা উপজেলার আটগাঁও ইউনিয়নের নিজগাঁও বাজারের ব্যবসায়ী রাজদর মিয়ার দোকানে খাদ্যবান্ধব কর্মসূচির প্রায় ৩৫ বস্তা চাল দেখতে পান। এবং ভিডিও ধারণ করে এলাকায় ছড়িয়ে দেয়। রাজদর মিয়া আটগাঁও ইউনিয়নের খাদ্যবান্ধব ডিলার হাফিজুর মিয়ার কাছ থেকে এ চাল কিনেছেন বলে স্থানীয়দের জানান।
এব্যাপারে এলাকাবাসীর পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে নিজ গাঁও গ্রামের বাসিন্দা আফিল উদ্দিন ও অফিসার ইনচার্জ বরাবরে তরিকুল ইসলাম অভিযোগ দায়ের করেন।
সরেজমিনে নিজ গাঁও বাজারে ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার স্থানীয় কয়েকজন সাংবাদিক গেলে সাংবাদিক আসার সংবাদে রাজাদর মিয়া দোকান তালা ঝুলিয়ে অন্যত্র চলে যায়।
এব্যাপারে নিজ গাঁও বাজার কমিটির সাধারণ সম্পাদক আবুল কাসেদ, পল্লী চিকিৎসক সুব্রত আচার্য, স্থানীয় ওয়ার্ড মেম্বার রবিন্দ্র সরকার, ব্যবসায়ী রাধা কান্ত তালুকদার, সব্জি ব্যবসায়ী আফরোজা বেগম, স্থানীয় বাসিন্দা মোশাহিদ, আকমল হোসেন, ছাদিকুল, সবুজ মিয়া সহ স্থানীয় বেশ কয়েকজন ব্যবসায়ী ও গ্রামের লোকজন সাংবাদিকদের খাদ্যবান্ধের চাউল কালো বাজারে বিক্রর সত্যতা নিশ্চিত করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস, বলেন খবর পেয়ে ঘটনার স্থলে ফুড অফিসার কে পাঠানো হয়েছে ।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বুলবুল আহমেদ জানান তিন সদস্য কমিটি গঠন করা হয়েছে, তদন্ত চলমান আছে ,আমরা খুব সম্ভবত বুধবার যাব, আপাতত তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে চাল দেওয়া যাচ্ছে না, আমরা পার্শ্ববর্তী ডিলার দিয়ে চাল বিক্রি করা হবে।

এব্যাপারে অফিসার ইনচার্জ শফিকুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন এব্যাপারে অভিযোগ দায়ের করা হয়েছে বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা সদরে দিলুর হোটেলে এব্যাপারে সংশ্লিষ্ট ডিলার হাফিজুর মিয়ার সঙ্গে কথা হলে তিনি ভুল শিকার করে নিউজ না করার জন্য সাংবাদিকদের কে অনুরোধ জানান, যার রেকর্ডীয় তথ্য সাংবাদিকের কাছে সংরক্ষিত আছে ।