
অতঃপর মোবাইল কোর্ট পরিচালনাঃ
ষ্টাপ রিপোর্টার।।
অদ্য ২০.০৫.২০২২ বিকাল ৪.০০ ঘটিকায় নবীগঞ্জ উপজেলার ১১ নং গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল হায়দরঘাট এলাকা থেকে নেশাগ্রস্ত অবস্থায় বাবা মাকে প্রত্যহ মারধর করার পাশাপাশি অসংলগ্ন আচরণ দ্বারা এলাকার জনসাধারণের বিরক্তির উদ্রেক করার অপরাধে ১. মানিক মিয়া (২৫)নামের এক ব্যক্তি কে ০১(এক) বছরের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। আসামীর বাবা- মার দেয়া অভিযোগ ও তথ্যের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব উত্তম কুমার দাশ। তাকে সার্বিক সহযোগীতা করেন নবীগঞ্জ থানার এএসআই রুবেল আহমেদ এর নেতৃত্বে পুলিশের একটি টিম।
আপনার মতামত লিখুন :