নবীগঞ্জে সন্তানের সামনে মায়ের হাত ভেঙ্গে দিয়েছে একদল সন্ত্রাসী


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : এপ্রিল ১৯, ২০২২, ১১:৫২ অপরাহ্ন /
নবীগঞ্জে সন্তানের সামনে মায়ের হাত ভেঙ্গে দিয়েছে একদল সন্ত্রাসী

হবিগঞ্জ প্রতিনিধি

নবীগঞ্জ পৌর শহরের শান্তি নগরে এক প্রতিবন্ধী পুত্রের চোখের সামনে মহিলার হাত ভেঙে দিয়েছে একদল সন্ত্রাসীরা৷ এঘটনায় হবিগঞ্জ সিনিয়র ম্যাজিষ্ট্রেট আদালতে নির্যাতনের শিকার মহিলা বাদী হয়ে মামলা দায়ের করেছেন,

মামলায় প্রকাশ’ একটি ভাড়াটিয়া বাসায় থাকতেন মৃত আব্দুল গনির স্ত্রী তিনি বিধবা চন্দ্রবান বিবি ও তার দিনমজুর পুত্র প্রতিবন্ধী শামীম সহ তাদের পরিবার৷ বাসার মালিক মায়া বেগমকে প্রতি মাসের ভাড়াও দিয়ে আসছিলেন নিয়মিত ভাবে৷ গত কয়েক মাস ধরে একই উপজেলার বাউশা ইউনিয়নের দরবেশপুর গ্রামের ও বাসার মালিক মায়া বেগমের আত্মীয় মবত আলী ও তার ভাতিজা জসিম ও জিয়া মিলে বলেন, ওই বাসার প্রতি মাসের ভাড়া মায়া বেগমকে না দিয়ে তাদের নিকট দেবার জন্য, তাদের কথামতো মাসোহারা টাকা মবত আলী ও তার ভাতিজার নিকট না দেয়ায়, এরই জেরধরে গত ২২ ফেব্রুয়ারী মঙ্গলবার বিকাল অনুমান ২ ঘটিকায় দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে এই ভাড়াটিয়া অসহায় বিধবা মহিলার উপর সন্ত্রাসী হামলা চালিয়ে নির্মম নির্যাতন করে চন্দ্রবান বিবির একটি হাত ভেঙ্গে দেয় হামলাকারীরা, এসময় তার প্রতিবন্ধী অসহায় সন্তান মা’কে নির্মম নির্যাতনের দৃশ্য দেখে শুধুই আহাজারি করা ছাড়া আর কোন উপায় ছিলনা৷