মঈনুদ্দীন শাহীন কক্সবাজার থেকে
কক্সবাজারের উখিয়ায় ৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এতে গুরুতর আহত আরো দুজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। জানা গেছে গতোকাল মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে কুতুপালং রোহিঙ্গা ট্রানজিট ক্যাম্প এলাকায় পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। আহত ২ জনের অবস্থা আশঙ্কাজনক। তাৎক্ষণিকভাবে আহত ও নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে নিহতের মধ্যে একজন রাজাপালং সিকদার বিল গ্রামের নুর আলমের ছেলে জিহান বলে সুত্র জানিয়েছে।
উখিয়ায় কুতুপালং হাইওয়ে পুলিশের ইনচার্জ শেফায়েতুল ইসলাম জানান , পিকআপটি উখিয়া থেকে বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের দিকে আর সিএনজিচালিত অটোরিকশাটি কক্সবাজারের দিকে যাচ্ছিল। উখিয়া টিভি টাওয়ার সংলগ্ন কুতুপালং রোহিঙ্গা ট্রানজিট ক্যাম্প এলাকায় এই দুটি জানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশের সদস্যরা ছয়জনকে উদ্ধার করে এমএসএফ হাসপাতাল নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ৪ জনকে মৃত ঘোষণা করেন। বাকি দুজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি আরো জানান , নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় জনপ্রতিনিধি ও জনসাধারণের সঙ্গে কথা বলে পরিচয় শনাক্তের কাজ চলছে। গাড়ি দুটি জব্দ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :