তালায় পানি কমিটির সাংবাদিক সন্মেলনে অতি দ্রুত টি আর এম চালু সহ কপোতাক্ষ নদের জলাবদ্ধতা সহ দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম বাস্তবায়নের দাবি


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মার্চ ৯, ২০২২, ১২:১৪ পূর্বাহ্ন /
তালায় পানি কমিটির সাংবাদিক সন্মেলনে  অতি দ্রুত টি আর এম  চালু সহ কপোতাক্ষ নদের  জলাবদ্ধতা সহ দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম বাস্তবায়নের দাবি

সুমন কর্মকার,তালা সাতক্ষীরা প্রতিনিধিঃ

মহাকবি মাইকেল মধুসুধন দত্তের স্মৃতি বিজড়িত কপোতাক্ষ নদের জলাবদ্ধতা নিরসন ও টি আর এম প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম বাস্তবায়নের দাবিতে গতকাল মঙ্গলবার বিকাল ৪ টায় তালার বেসরকারী উন্নয়ন সংস্হা উত্তরন এর হল রুমে পানি কমিটির পক্ষ থেকে এক জনাকীর্ন সাংবাদিক সন্মেলনের আয়োজন করে।

পানি কমিটির সভাপতি মোঃ ময়নুল ইসলাম তার লিখিত বক্তব্য সাংবাদিকদের সামনে তুলে ধরেন। তিনি তার লিখিত বক্তব্যে বলেন জনগনের কাছে পূর্বের দেওয়া প্রতিশ্রুতি ও প্রকল্পের সফলতা রক্ষায় সরকার আবারো প্রকল্পটির দ্বিদীয় পর্যায় অনুমোদন দেয়। সে অনুযায়ী গত ১৮ আগষ্ট ২০২০ ইং তারিখে রাজধানীর শেরে বাংলা নগর এনইসি সভাকক্ষে একনেক চেয়ারপারসন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্টিত একনেক সভায় এ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।
প্রকল্পটির নাম কপোতাক্ষ নদের জলাবদ্ধতা দূরীকরন প্রকল্প ( দ্বিতীয় পর্যায়) ।
উক্ত প্রকল্পটিতে খরচ বাবদ ৫৩১ কোটি ৭ লক্ষ টাকা। যা সরকারী অর্থায়নে ৪ বছর মেয়াদী প্রকল্পটি ২০২০ সালের জুলাই থেকে ২০২৪ সালের জুনের মধ্যে কাজ শেষ হবে।

কিন্তু দুঃখের বিষয় প্রকল্পটি আজ ও বাস্তবায়ন না হওয়ায় আগামী বর্ষার মৌসুমে কপোতাক্ষ নদে জলাবদ্ধতার আশংকা করছে তালা বাসি।

তাই দ্রুত প্রকল্পটি বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ জরুরী বলে মনে করছে বিশ্লেষকরা।
এ সময় আরো বক্তব্য রাখেন পানি কমিটির সাধারন সম্পাদক মীর জিল্লুর রহমান সহ সভাপতি অচিন্ত সাহা সহ নেতৃবৃন্দ।