মৌলভীবাজারে প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলীর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৫, ২০২১, ১২:১৮ অপরাহ্ন /
মৌলভীবাজারে প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলীর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত

সৈয়দ উবায়দুর রহমান, সিলেট থেকে:

.
প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের জনপ্রিয় নেতা ও বীরমুক্তিযোদ্ধা সৈয়দ মহসীন আলীর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে দোয়া, ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
গত ১৪ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে তারঁ ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে সৈয়দ শাহ মোস্তফা (র.) মাজার প্রাঙ্গণে মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, মৌলভীবাজার আওয়ামীলীগ, মৌলভীবাজার পৌরসভা, আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং পরিবারের সদস্যরা।
উল্লেখ্যযে, সৈয়দ মহসীন আলী মৌলভীবাজার-৩ আসনে আওয়ামীলীগ মনোনীত সংসদ সদস্য এবং মৌলভীবাজার পৌরসভার পরপর ৩ বারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বাংলাদেশ সরকারের সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্ব পালন করে গেছেন।
২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর তারিখে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।