সৈয়দ ছায়েদ আহমদ, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা পরিষদ উপ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। সোমবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ৫টা পর্যন্ত তার কাছে ৪ জন প্রার্থী শ্রীমঙ্গল উপজেলা নির্বাচন কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়ন পত্র জমা দেন।
মনোনয়ন জমা দেয়া প্রার্থীরা হলেন বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ভানুলাল রায়, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মিজানুর রব, স্বতন্ত্র প্রার্থী উপজেলা কৃষক লীগের সভাপতি আফজল হক ও স্বতন্ত্র প্রার্থী উপজেলা শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা তপন জ্যোতি অসিম জানান, দুটি দলের ২জন ও স্বতন্ত্র ২জন সহ মোট ৪জন। নির্বাচন কার্যালয় সূত্র আরও জানায়, এ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৩ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ১৪ সেপ্টেম্বর। আপিল করার শেষ তারিখ ১৭ সেপ্টেম্বর। আপিল নিষ্পত্তির তারিখ ১৮ সেপ্টেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১৯ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। ২০ সেপ্টেম্বর উপ-নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে এবং আগামী ৭ অক্টোবর শ্রীমঙ্গল উপজেলা পরিষদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন