সুমন কর্মকার,তালা(সাতক্ষীরা) প্রতিনিধিঃ
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল সোমবার বিকাল ৩ টায় তালার মাগুরা ফুটবল মাঠে মাগুরা যুব সংঘ কতৃক আয়োজিত মুজিব শতবর্ষ ৮ দলীয় ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলায় তালা সৈকত ফুটবল একাডেমি ও মাগুরা যুব সংঘ ফুটবল একাদশ তুমুল প্রতিদ্বন্দিতা করেন। এ সময় ফুটবল মাঠে হাজার হাজার দর্শক খেলা উপভোগ করেন। খেলায় তালা সৈকত ফুটবল একাডেমি ৩/২ গোলে চ্যাম্পিয়ন হন ।
উক্ত খেলায় মোসলেম উদ্দীন ও ওলিউর রহমানের সঞ্চলনায় এবং মাগুরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান গণেশ দেবনাথের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার উপজেলা ভাইচ চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান তালা মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল হক জেলা পরিষদ সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুনুর রশিদ পাটকেলঘাটা লোকনাথ ক্লিনিকের পরিচালক পুলক কুমার পাল উপজেলা শ্রমিক লীগের সভাপতি সাংবাদিক আদ্বুল জব্বার তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি মিলন কুমার রায়,ছাত্রলীগ নেতা মুকুল দাশ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ইন্দ্রজিত দাশ বাপি ও মাগুরা ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রাজীব রায় চৌধুরী জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু মাগুরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক গাজী আব্দুল হান্নান প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার মন্ডল শিক্ষক নিহার রজ্ঞন সরকার সহ স্হানীয় নেতৃবৃন্দ। খেলা শেষে চ্যাম্পিয়ন দলের নগদ ৩০ হাজার টাকা ও রানার্স আপ দলের নগদ ২০ হাজার টাকা অতিথিরা তাদের হাতে তুলে দেন।
মন্তব্য করুন