নূরুজ্জামান ফারুকী হবিগঞ্জ থেকে।।
শায়েস্তাগঞ্জে বজ্য নিষ্কাসন না করে পরিবেশের ক্ষতি করায় শামসুল আলম (৪০) নামে এক মিল মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।
১৯ ডিসেম্বর বিকেলে উপজেলার দক্ষিণ লেঞ্জাপাড়া স্থানে যথাযথ পদ্ধতিতে বর্জ্য নিষ্কাশন না করে পরিবেশের ক্ষতি করে কে এম নেইল নামক লোহা প্রস্তুতকারক কোম্পানি চালু রাখায় হবিগঞ্জ সদর সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াছিন আরাফাত রানার নেতৃত্বে শায়েস্তাগঞ্জ থানার একদল পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর আওতায় কোম্পানির প্রোপাইটর শামসুল আলম (৪৩) কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আদালতকে সহযোগিতা করেন মিজানুর রহমান, উপপরিচালক, পরিবেশ অধিদপ্তর হবিগঞ্জ। অভিযুক্ত শামসুল আলম জগন্নাথপুর গ্রামের মৃত আব্দুর নূর মিয়ার ছেলে।
মন্তব্য করুন