সিলেট প্রতিনিধিঃ
সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে বাংলার মুখ আয়োজিত বিজয়ের বইমেলায় ‘মানস ও নিধি’ প্রকাশনীর উদ্যোগে ছয়জন লেখক ও দু’জন সংস্কৃতিকর্মীকে সম্মাননা জানানো হয়েছে।
সোমবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় মানস সিলেট শাখার সভাপতি হেলাল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক জৈন্তাবার্তার সম্পাদক ও প্রকাশক ফারুক আহমদ।
বিশেষ অতিথি হিসেবে কবি হৃদবন্ধন সাহিত্য পর্ষদের পরিচালক কবি হিমাংশু রায় হিমেল, ভোরের কাগজ পাঠক ফোরামের সভাপতি অমিতা বর্ধন, লেখক ও কবি মুহিবুর রহমান কিরণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক ফারুক আহমদ বলেন, ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রমানের জন্ম শতবার্ষিকী ও বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে বাংলার মুখ আয়োজিত এ বইমেলা আরো বড় পরিসরে করা উচিত ছিলো। মেলাটি নিস্প্রাণ মনে হচ্ছে। এর মাঝে মানস ও নিধি প্রকাশনী যে লেখক সম্মাননা প্রদান করছে তা প্রশংসার দাবীদার। আমি এখানে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি।
সম্মাননা প্রাপ্তরা হচ্ছেন কবি মাসুদা সিদ্দিকা রুহি, কবি মোসাদ্দিক সাজুল এর পক্ষে ইয়াহিয়া, কবি সুজন পুরকায়স্থ, কবি সন্তোষ রঞ্জন পাল, কবি অজয় বৈদ্য অন্তর ও কবি শ্রাবণী দাস বীথি, সংস্কৃতিকর্মী মহিন আহমদ জয় ও আজাদ মিয়া।
মন্তব্য করুন