হাবিবুর রহমান হাবিব, শাল্লা সুনামগঞ্জ থেকেঃ
শাল্লা উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সুনামগঞ্জের আয়োজনে এনজিও ফোরাম ফরপাবলিক হেলথ সিলেট অঞ্চলের সহযোগিতায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে ১৫ নভেম্বর সোমবার আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্প বিষয়ক অবহিতকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মুক্তাদির হোসেনের সভাপতিত্বে ও জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ রাশেদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত অবহিতকরণ কর্মসূচি অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অমিতা রাণী দাশ, এ্যাডভোকেট দিপু রঞ্জন দাস।
নিরাপদ সুপেয় পানি প্রাপ্তির লক্ষ্যে উপজেলার ৪টি ইউনিয়নের ২৪জন আর্সেনিক চেষ্টারদের নিয়ে উক্ত অবহিতকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচি অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে ছিলেন এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ ঢাকা এর জুনিয়র ট্রেনিং কনসালটেন্ট মোঃ ইমরান আলী ও মোঃ ফিরোজ রায়হান।
মন্তব্য করুন