সিলেট প্রতিনিধিঃ
কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সভাপতি, জাতীয় অধ্যাপক, দার্শনিক দেওয়ান মোহাম্মদ আজরফকে নিবেদিত ১০৯২তম সাপ্তাহিক সাহিত্য আসরে প্রধান অতিথির বক্তব্যে সাহিত্য সংসদের সহ সভাপতি অধ্যাপক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী বলেন, দেওয়ান মোহাম্মদ আজরফের দর্শন ছিল ইনসানে কামিল বা পরিপূর্ণ মানুষ হওয়া। শুধু তত্ত্বগত দার্শনিক নয় দেওয়ান আজরফ নিজেই মানবতার মূর্ত প্রতীক হয়ে উঠেছিলেন।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় সংসদের সাহিত্য আসর কক্ষে অনুষ্ঠিত ১০৯২ তম সাপ্তাহিক সাহিত্য আসরে সভাপতিত্ব করেন কেমুসাসের সাহিত্য ও গবেষণা সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌস। ‘দেওয়ান মোহাম্মদ আজরফ একটি নাম একটি ইতিহাস’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলের শিক্ষক সাইয়িদ শাহীন। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন গল্পকার সেলিম আউয়াল, আল ইসলাহের সাবেক সম্পাদক কবি নাজমুল আনসারী, কেমুসাসের কোষাধ্যক্ষ আব্দুস সাদেক লিপন, কার্যনির্বাহী সদস্য বেলাল আহমদ চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন মোঃ আখলাকুল আসফিয়া, মো. খলিলুর রহমান ফয়সল, শাহাদাৎ হোসেন টিপু। পঠিত লেখার উপর আলোচনা করেন সাহিত্য সমালোচক অধ্যাপক কবি বাছিত ইবনে হাবীব।
সাপ্তাহিক নিয়মিত সাহিত্য আসরে স্বরচিত লেখাপাঠে অংশ নেন ঔপন্যাসিক সিরাজুল হক, ছড়াকার এখলাসুর রহমান, কবি সরওয়ার ফারুকী, কবি ছয়ফুল আলম পারুল, আমিনা শহীদ চৌধুরী মান্না, লুৎফা আহমদ লিলি, মুক্তার আহমদ, আবদুল কাদির জীবন, সম্রাট জাহাঙ্গীর আলম, মনজুর মোহাম্মদ, মোঃ সাজিদুর রহমান, মোঃ জিয়াউর রহমান, মো. খসরুর রশীদ, রাজন কুমার রাজু, কামাল আহমদ, শমশের আলম, মকসুদ আহমদ লাল, কুবাদ বখত চৌধুরী রুবেল ও বাহাউদ্দীন বাহার। নাঈমুল ইসলাম গুলজারের উপস্থাপনায় আসরের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ছড়াকার জুবের আহমদ সার্জন।
কবি সরওয়ার ফারুকী রচিত ও পঠিত ‘ওয়াক্ত’ কবিতাটি ১০৯২তম সাহিত্য আসরে সেরা লেখা হিসেবে বিবেচিত হওয়ায় প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ পুরস্কার হিসেবে ‘আহমদ ছফা রচনাবলী (১ম খন্ড)’ কবি সরওয়ার ফারুকীর হাতে তুলে দেন।
মন্তব্য করুন