মাহমুদ হাসান বিশেষ প্রতিনিধি::
দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের জুড়ী উপজেলার ৫টি ইউনিয়নের ভোট গ্রহণ শেষে ফলাফল প্রকাশ করা হয়েছে। ৫ টির মধ্যে ১ টিতে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী। ৪ টিতেই নৌকার প্রার্থীরা পরাজিত হয়েছেন। এখানে ২ টি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী ও ২ টি ইউনিয়নে স্বতন্ত্র ( বিএনপি ) প্রার্থীরা বিজয়ী হয়েছেন ।
ভোটগ্রহণ শেষে প্রাপ্ত ফলাফলে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে জায়ফরনগর ইউনিয়নে হাজী মাছুম রেজা ঘোড়া প্রতীক নিয়ে ৯৪৭৯ ভোট নিয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধী আনারস প্রতীকের হাবিবুর রহমান পান ৮০১০ ভোট।
পশ্চিমজুড়ী ইউনিয়নে আনফর আলী ঘোড়া প্রতীক নিয়ে ৪৩৬৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধী নৌকা প্রতীকের শ্রীকান্ত দাশ পেয়েছেন ৩৯৩৮ ভোট।
পূর্বজুড়ী ইউনিয়নে রুয়েল উদ্দিন ঘোড়া প্রতীক নিয়ে ৪৭৫৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধী আনারস প্রতীকের সালেহ উদ্দিন আহমদ পেয়েছেন ৩০৮৮ ভোট।
গোয়ালবাড়ী ইউনিয়নে মোঃ আব্দুল কাইয়ুম ঘোড়া প্রতীক নিয়ে ৫৪৭১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধী নৌকা প্রতীকের শাহাব উদ্দিন আহমদ পেয়েছেন ৩৫০৩ ভোট।
সাগরনাল ইউনিয়নে আব্দুল নুর নৌকা প্রতীক নিয়ে ৭১৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী ঘোড়া প্রতীকের এমদাদুল ইসলাম চৌধুরী পেয়েছেন ৫২২৭ ভোট।
এর আগে বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়। বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ শেষ হয়।
বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো. জসিম উদ্দিন
মন্তব্য করুন