নূরুজ্জামান ফারুকী হবিগঞ্জ থেকে।।
নবীগঞ্জ উপজেলা সমবায় অধিদপ্তরের উদ্যোগে” বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন” এই শ্লোগানের মধ্য দিয়ে ৫০তম জাতীয় সমবায় দিবস ২০২১ পালন করা হয়েছে।
৬ নভেম্বর শনিবার এ উপলক্ষ্যে আলোচনা সভা সফল করতে সমবায়ীদের মাঝে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে। উপজেলা পরিষদ মিলানায়তনে সহকারী কমিশনার ভুমি উত্তম কুমার দাশের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক মোঃ রুবেল মিয়ার পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম। এতে বিশেষ অতিথি ছিলেন,মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম,নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি দিলারা হোসেন। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা সমবায় অফিসার হাফিজুল ইসলাম। এতে বক্তব্য রাখেন,উপজেলা পল্লী জীবিকায়ন প্রকল্প কর্মকর্তা শাকিল আহমদ, জীবিকা প্রকল্পের ম্যানেজার, আবুল কালাম আজাদ,আরুয়া কলকলিয়া সমিতির সাবেক সভাপতি শফিকুর রহমান,কসবা সমবায় সমিতির সাধারন সম্পাদক কামরুল ইসলাম প্রমূখ ।
সভায় উপকারভােগীদের মধ্য থেকে বক্তব্য রাখেন, নুরুল আমিন। পরে ৫ জন সফল সমবায়ীদের মাঝে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী শামীম, সমবায় পরিদর্শক নয়নমনি সরকার, সহকারী যুবউন্নন কর্মকর্তা নজরুল ইসলামসহ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সভাপতি সম্পাদক ও সমদস্যবৃন্দ ।
মন্তব্য করুন