নবীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত ১ আহত ২


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : নভেম্বর ৬, ২০২১, ১২:১৯ পূর্বাহ্ন /
নবীগঞ্জে সড়ক দূর্ঘটনায়  নিহত ১ আহত ২

নূরুজ্জামান ফারুকী  হবিগঞ্জ থেকে।।

ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার মডেল বাজারের নিকটে তেলের লরি ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে শামিম আহমদ (৩২) নামে এক মোটর সাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হয়েছে।

।ঘটনাটি ঘটে শুক্রবার ৫ নভেম্বর বিকালে ।এতে সাইকেল আরোহী তার দুই বন্ধু গুরুতর আহত হয়েছে। আহতদের আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরক করা হয়েছে। এ ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় আধঘন্টা যানচলাচল বন্ধ থাকে। খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত ও আহতদের উদ্বার করে এবং যানচলাচল স্বাভাবিক করে। নিহত শামিম উপজেলার কুর্শী ইউনিয়নের রতনপুর গ্রামের আলাই মিয়ার ছেলে। গুরতর আহত শের আলী (৩০) ও আতাউর রহমান (৩১) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।