আবু সায়েম আকন, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ
ঝালকাঠি সদরের কৃষ্ণকাঠির বৌ-বাজার এলাকায় সেনাবাহিনীর সদস্য মাহফুজুর রহমান ও তার পিতা বেলালের হামলায় বৃদ্ধাসহ দুইজন আহত হওয়ার ঘটনা ঘটেছে।
বুধবার (৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে এঘটনা ঘটে। আহতরা একই এলাকার হালিমা বেগম ও তার মেয়ে রেক্সনা বেগম।
এসময় তাদের কাপড় চোপর টেনে হিচরে শ্লীলতাহানিও ঘটানাও ঘটেছে বলে অভিযোগ পাওয়া যায়।
হামলার পরে আহতদের স্থানীয়রা উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেয়। গুরুতর আহত রেক্সনা বেগম সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও হালিমা বেগমকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।
খবর পেয়ে ঝালকাঠি সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে জিজ্ঞাসাবাদের জন্য বেল্লালকে আটক করে থানায় নিয়ে যায়।
সদর থানার ওসি মো. খলিলুর রহমান জানান, মারামারির ঘটনায় অভিযোগ পেলে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য করুন