কক্সবাজার প্রতিনিধি ;
কক্সবাজারের টেকনাফে বাবাকে না পেয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া সন্তানকে অস্ত্র দিয়ে আটক করে চালান দেয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। আটক সপ্তম শ্রেণির ছাত্র রাফি টেকনাফের আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য রেজাউলের সন্তান বলে জানা গেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।
সুত্রে জানা গেছে, শিশু ছেলে রাফি ৭ম শ্রেণির ছাত্র। বাবা হ্নীলার ইউপি’র সদস্য ও আওয়ামী লীগ নেতা রেজাউল মেম্বার। শিশুটির বাবা আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত ছিলো । স্থানীয়রা বলছে, বাবা’র অপরাধ থাকলে দেশের প্রচলিত আইনে দোষী হতে পারে, বিচার হতে পারে, কিন্তু তা না করে বাবা রেজাউল মেম্বারকে বাড়িতে না পেয়ে তার ছেলে রাফি’কে ধরে নিয়ে যায় পুলিশ। অতপর বৃহস্পতিবার (২৮ নভেম্বর ২০২৪) অস্ত্র দিয়ে জেলহাজতে প্রেরণ করে।
রাজনীতি আর রাষ্ট্র কী তা বুঝে ওঠার আগেই অবুঝ রাফি অস্ত্র মামলা কাঁধে নিয়ে চার দেয়ালের মাঝে দিন কাটাচ্ছে। এমন ঘৃণ্য ও প্রতিহিংসার রাজনীতি কারোর জন্য শুভনীয় নয় বলে দাবী করে ইউপি চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী নিরপরাধ রাফির নি:শর্ত মুক্তি দাবি করেছেন।
মন্তব্য করুন