নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ। ।
পাহাড়ি অঞ্চলখ্যাত নবীগঞ্জ উপজেলার দিনারপুরে অভিযান চালিয়ে ৩ হাজার ৫শ পিস ইয়াবাসহ আনোয়ার হোসেন (৪৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (২৯ অক্টোবর)ভোরে নবীগঞ্জ উপজেলার দিনারপুরে পানিউমদা ইউনিয়নের লালটিলা এলাকায় মাদক বিরোধী অভিযানে আনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আনোয়ার হোসেন (৪৬) ওই এলাকার মৃত মাজত উল্লার ছেলে। জানা যায়- মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাজেদুল হাসানের তত্ত্বাবধানে ও পরিদর্শক ফনী ভূষন রায়ের নেতৃত্বে গঠিত টিম নবীগঞ্জ উপজেলার দিনারপুরে পানিউমদা ইউনিয়নের লালটিলা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে আনোয়ার হোসেনকে তার বসতঘর থেকে তাকে আটক করা। এ সময় তল্লাশী করে আনোয়ার হোসেনের কাছ থেকে ৩ হাজার ৫শ পিস ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফনী ভূষন রায় বাদী হয়ে নবীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আনোয়ার হোসেনকে আসামী করে মামলা দায়ের করেন। এই মামলায় আনোয়ারকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মো. কামাল হোসেন মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে জানান- দুপুরে মামলা দায়েরর পর আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন