নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ থেকে।
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের সুতাং এলাকায় দ্রুত গতিতে ওভারটেক করতে গিয়ে ড্রাম ট্রাকের সাথে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
এসময় ট্রাকের চালক আব্দুল আজিজ ঘটনাস্থলেই মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাসের চালক রাজু আহমদ নামে আরেকজন মারা যান। মুমূর্ষু অবস্থায় অন্তত আরও ১০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এসময় ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং আহতদের হাসপাতালে প্রেরণ করে।
শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যা ৭টার দিকে সুনামগঞ্জগামী যাত্রীবাহী বাস সাকিনা পরিবহন দ্রুতগতিতে ওভারটেক করতে গিয়ে ঢাকাগামী বালু ভর্তি একটি ড্রাম ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের চালক আজিজ মিয়া ঘটনাস্থলেই মারা যান। নিহত আজিজ মিয়া মাধবপুর উপজেলার জগদীশপুর এলাকার বাসিন্দা। এছাড়া মুমূর্ষু অবস্থায় বাসের চালকসহ অনন্ত আরও ২০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এদিকে রাত ৮টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাসের চালক রাজু আহমদও মারা যান বলে তিনি জানান।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সড়কে যান চলাচলস্বাভাবিক হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মন্তব্য করুন