স্টাফ রিপোর্টার।
হবিগঞ্জের বানিয়াচংয়ের শান্তিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানাউল হক রুবেলের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। তার বিরুদ্ধে কোমলমতি শিক্ষার্থীদের দিয়ে টয়লেট পরিস্কার করানো, ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগসহ প্রায় ডজনখানেক দুর্নীতি অনিয়মের অভিযোগ এনে হবিগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবরে লিখিত অভিযোগ দাখিল করেছেন গ্রামের শতাধিক অবিভাবক।
অভিযোগ ঘেটে ও এলাকায় অনুসন্ধান করে জানা যায়, প্রধান শিক্ষক রুবেল নিজের খেয়াল খুশিমত স্কুল ফাঁকি দিচ্ছেন, সময় মত বিদ্যালয়ে যান না, নিয়মিত প্রাত্যহিক সমাবেশ করা হয় না। গ্রামের সুজন মিয়ার মেয়ে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী পাভিয়াকে বেত্রাঘাত করে আহত করেন, পরে শিশুটি ভয়ে পড়াশোনা বন্ধ করে দেয়, জিতু মিয়ার ছেলে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী সুহেলকে থাপ্পড় দিয়ে কান বিকল করে দেন তিনি।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি একযুগ যাবৎ মনগড়াভাবে নিজস্ব লোক দিয়ে গঠন করে স্কুলের ফান্ডের টাকা অবলিলায় আত্মসাৎ করে চলেছেন।কয়েকমাস পরপর কোমলমতি শিক্ষার্থীদের থেকে নিয়ম বহির্ভূতভাবে আর্থিক চাঁদা তুলেন এমনকি বিদ্যালয়ে পিওন না রেখে শিশুদের দিয়ে টয়লেট পরিস্কার করানোর অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক রুবেলের বিরুদ্ধে।
বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থী খাদিজা জানান আমাদেরকে দিয়ে প্রধান শিক্ষক বাথরুম পরিস্কার করান এবং মাছ কুটান, এগুলো করতে নারাজ হলে আমাদেরকে স্কুল থেকে বের করে দেওয়ার হুমকি দেন। শিক্ষার্থীর মা কামনা জানান, তার মেয়ে স্কুলে যেতে চায় না, সে বলে স্কুলে গেলে স্যার বাথরুম পরিস্কার ও ঘর ঝাড়ু– দেওয়াবেন। আব্দুল হাই জানান তার নাতনি মায়িশা ২য় শ্রেণীতে পড়ে, নাতনির কাছ থেকে প্রতিমাসে ২০ টাকা করে চাঁদা নেন প্রধান শিক্ষক রুবেল।
প্রধান শিক্ষক সানাউল হক রুবেল জানান, আমার বিরুদ্ধে অভিযোগগুলো সত্য না, কিছু লোককে বিদ্যালয় থেকে অনৈতিক সুবিধা না দেওয়ায় আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। জেলা প্রথামিক শিক্ষা অফিসার গোলাম মওলা জানান অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন