কুলাউড়া প্রতিনিধি :
মৌলভীবাজারের কুলাউড়ায় দৈনিক কালবেলার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) দুপুর ১২টায় পৌরসভা হলরুমে কর্মরত সকল সাংবাদিকদের উপস্থিতিতে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কালবেলা কুলাউড়া প্রতিনিধি মো. মহি উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কুলাউড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল হান্নান। তিনি বলেন, সাফল্যের দুই বছরে কঠিন ধাপ অতিক্রম করেছে কালবেলা। আশা করি কালবেলা অনেক দূর এগিয়ে যাবে সৃষ্টিশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে। কালবেলা সবসময় দেশের অবহেলিত অসহায়-খেটে খাওয়া মানুষের সুখ-দুঃখের কথা জাতির সামনে তুলে ধরবে এমনটা প্রত্যাশা করছি। কালবেলা হোক দেশের সব মানুষের।
বিশেষ অতিথির বক্তব্য দেন কুলাউড়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. খালেদ পারভেজ বখশ, যুগান্তর প্রতিনিধি আজিজুল ইসলাম, নিউ নেশন প্রতিনিধি মো. মছব্বির আলী, মানবঠিকানার ভারপ্রাপ্ত সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, নয়াদিগন্ত প্রতিনিধি ময়নুল হক পবন, জনকণ্ঠ প্রতিনিধি সঞ্জয় দেবনাথ, ইনকিলাব প্রতিনিধি মো. নাজমুল ইসলাম, ভোরের কাগজ প্রতিনিধি আব্দুল কুদ্দুস, সময়ের আলো’র জেলা প্রতিনিধি সাইদুল হাসান সিপন, কালের কণ্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল, আজকের দর্পণ প্রতিনিধি নাজমুল বারী সোহেল, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি তারেক হাসান, যায় যায় দিন প্রতিনিধি আব্দুল আহাদ। এসময় উপস্থিত ছিলেন আমার সংবাদ প্রতিনিধি এইচ ডি রুবেল, দেশের কণ্ঠ প্রতিনিধি রফিকুল ইসলাম মামুন, ভোরের পাতা প্রতিনিধি রুবেল বখ্শ পাবেল, সংবাদকর্মী কাওসার আহমদ, ইব্রাহিম আলী, রুহুল আমীন রাজ্জাক, আশিকুল ইসলাম বাবু, সামসু উদ্দিন বাবু, ময়জুল ইসলাম, আরিফুল ইসলাম, কেফায়েত ইসলাম প্রমুখ।
মন্তব্য করুন