নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ ।
নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের মিল্লিক গ্রামে প্রতিপক্ষের হামলায় আহত চেরাগ আলী ১১ দিন চিকিৎসাধীন থাকার পর অবশেষে মৃত্যুবরণ করেছেন। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বুধবার দুপুরে তিনি মারা যায়।
এ ব্যাপারে গত ১৬ সেপ্টেম্বর নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন নিহত চেরাগ আলীর ভাই জমসেদ আলীর স্ত্রী সাজনা বেগম। মামলায় ৮ জনের নাম উল্লেখ করে আরও ৮/১০ জনকে অজ্ঞাত আসামী করা হয়। এই মামলায় ইতিমধ্যে পুলিশ একজনকে গ্রেফতার করেছে এবং ৩ জন কোর্টে আত্মসমর্পন করে জেল হাজতে আছেন। ঘটনার সতত্যা নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা বিজয় দেবনাথ। মামলার আসামীরা হলেন, আবু শামা, রুবেল মিয়া, আলমগীর মিয়া, খেজুর মিয়া, জাকির মিয়া, জাহাঙ্গীর মিয়া, মোজাহিদ মিয়া, মসলম আলী। উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর বিকেলে সাজনা বেগমের ছেলে আজিজুর রহমান মোবাইলে টিকটক দেখে আসামীদের বাড়ীর উপরে থাকা রাস্তা দিয়ে যাওয়ার সময় জাকির মিয়া নামে এক ব্যক্তি বাঁধা নিষেধ প্রদান করে।
পরবর্তীতে সাজনা বেগমের ছেলে আজিজুর রহমান জাকির মিয়ার বাঁধা উপেক্ষা করে চলে যাওয়ার সময় জাকির মিয়ার সাথে আজিজুরের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে নিহত চেরাগ আলীসহ বেশ কয়েকজন আহত হন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরবর্তীতে ওই ঘটনা স্থানীয়ভাবে আপোষ মীমাংসার লক্ষ্যে ১৫ সেপ্টেম্বর সকাল ১০ টায় উভয় পক্ষকে নিয়ে সালিশ বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু তা হয়নি।
মন্তব্য করুন