স্টাফ রিপোর্টঃ
ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’- বহুল প্রচলিত এই ক্রিকেটীয় প্রবাদ এখন বাবর আজমের সঙ্গে দারুণভাবে মিলে যাচ্ছে। টানা তিন জয়ের উড়ন্ত সূচনা করা পাকিস্তানের সঙ্গে বাবরও ছুটে চলেছেন দুর্দান্ত গতিতে।
অধিনায়কত্বের চাপ সামলে দুর্দান্ত পারফর্ম করা বাবরকে দেখে কি বোঝার উপায় আছে, তার মনের ভেতর যে কী চলছে! সে ব্যাপারেই আজ ইনস্টাগ্রামে বিস্তারিত জানালেন বাবরের বাবা আজম সিদ্দিকি।
গত রোববার ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাবরের দল। সেই ম্যাচে ১০ উইকেটে জিতেছে তারা। বাবর খেলেন ৫২ বলে ৬৮ রানের অপরাজিত ইনিংস। এরপর নিউজিল্যান্ড-আফগানিস্তানকেও হারিয়েছে পাকিস্তান।
অথচ বিশ্বকাপের শুরু থেকেই কঠিন মানসিক চাপের মধ্যে রয়েছেন অধিনায়ক বাবর। তিনি যখন আরব আমিরাতে দেশের হয়ে খেলার মাঠে লড়ছেন, তখন হাসপাতালে লড়ছিলেন তার মা। এখন তার অবস্থা উন্নতির দিকে। তবে গত সপ্তাহ বেশ কঠিন ছিল বলেই জানালেন বাবরের বাবা।
ইনস্টাগ্রামে বাবরের বাবা লিখেছেন, ‘টানা তিন জয়ে পাকিস্তান দলকে অভিনন্দন। তবে আমি মনে করি, কিছু কথা জাতির জানা উচিত। আমাদের বাড়ির সবাইকে কঠিন পরীক্ষাই দিতে হয়েছে। ভারত-পাকিস্তান ম্যাচের দিন তার (বাবর) মা হাসপাতালে লড়ছিল। সবকটা ম্যাচেই বাবর মানসিক অশান্তির মধ্য থেকে খেলেছে।’
ভারতকে হারানোর দিন গ্যালারিতে উপস্থিত ছিলেন বাবরের বাবা আজম সিদ্দিকি। ম্যাচ শেষে ছেলের সাফল্যে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় তাকে। পরিবারের কঠিন সময়ের মাঝেও বাবরকে সাহস জোগাতেই মূলত দুবাই গিয়েছিলেন তিনি।
এ বিষয়ে আজম সিদ্দিকি লিখেছেন, ‘আমার সেদিন যাওয়ার কথা ছিল না। তবে ছেলেকে সাহস দিতেই মাঠে গিয়েছিলাম। এ বিষয়টি আমি সবাইকে জানাচ্ছি যেন কেউ বিনা কারণে তাদের জাতীয় সন্তানদের সমালোচনা না করে।’
আপনার মতামত লিখুন :