তেতুলিয়ায় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী যুবক নিহত


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মে ৮, ২০২৪, ১০:২৯ পূর্বাহ্ন /
তেতুলিয়ায় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী যুবক নিহত

পঞ্চগড় জেলা প্রতিনিধি :খাদেমুল ইসলাম

তেতুলিয়ায় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মোঃ আব্দুল জলিল( ২১) মোঃ ইয়াসিন (২৩) নাম দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

গতকাল বুধবার( ৮ মে) রাতে তেতুলিয়ায় উপজেলার তিরনই হাট সীমান্তে রনচন্ডি বিওপি আওতাধীন এলাকার সীমান্ত পিলার ৪৪৬/১৪ আর-এর কাছে এ এ ঘটনা ঘটে।

তিরনই হাট ইউপির ৬ নং ওয়ার্ড মেম্বার মোঃ মানিকুজ্জামান আজ বুধবার সকালে বলেন, গত পরশু রাতে (মঙ্গলবার) তিরনই হাট সীমান্তে
কয়েকজনের সঙ্গে ভারত থেকে গরু আনতে গিয়েছিলেন। তাঁর সঙ্গীরা ফিরে এসেছেন। কিন্তু ইয়াসিন ফিরে আসেননি। সীমান্তের ওপারের এক লোক (ভারতীয় নাগরিক) তাঁদের এলাকার একজনের হোয়াটসঅ্যাপে গুলিবিদ্ধ ইয়াসিনএবং জলিলের লাশের ছবি পাঠিয়েছেন। ছবি দেখে তাঁরা নিশ্চিত হয়েছেন ইয়াসিন, জলিল মারা গেছেন।

স্থানীয়রা জানায়,নিহত ইয়াসিন আলী তিরনইহাট ইউনিয়নের ব্রহ্মতোল গ্রামের কেতাব আলী ছেলে এবং আব্দুল জলিল সদর ইউনিয়নের মাগুড়া গ্রামের জুনু মিয়ার ছেলে।

পুলিশ ও বিজিবি সুত্র জানান, বুধবার সকালে খায়খাটোড়া সীমান্তে মহানন্দা নদীর পাড়ে ভারতের ফকিরগঞ্জ বিএসএফ ক্যাম্পসংলগ্ন এলাকায় নদীর ধারে ওই দুই যুবককে লাশ পড়ে থাকে দেখেন স্থানীয়রা। পরে তারা জনপ্রতিনিধি, বিজিবি ও পুলিশকে খবর দেন। এদিকে ঘটনাস্থল থেকে দুই যুবকের লাশ নিয়ে যায় বিএসএফ।

স্থানীয়রা বলছেন, তারা অবৈধ পথে গরু আনতে তারকাঁটা কেটে ভারতের প্রবেশের চেষ্টা করছিলেন।এ ঘটনায় বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। এব্যাপারে বুধবার সকালে

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার বলেন, ভারত থেকে অবৈধভাবে গরু আনতে গেলে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি হত্যা করে লাশ নিয়ে গেছে।

বিষয়টি নিশ্চিত করে পঞ্চগড় ১৮ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়েদ হাসান বলেন, ‘ভারতের অভ্যন্তরে দুই বাংলাদেশি যুবক মারা গেছেন এমন খবর পেয়েছি। তবে এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি। বিষয়টি তিনি দেখবেন।