হবিগঞ্জে কৃষকের লাঠির আঘাতে রাখালের মৃত্যু


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : জানুয়ারী ৬, ২০২৫, ৮:২৫ অপরাহ্ন /
হবিগঞ্জে কৃষকের লাঠির আঘাতে রাখালের মৃত্যু

নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ প্রতিনিধি।

হবিগঞ্জের বানিয়াচংয়ে কৃষকের লাঠিপেটায় তরিকুল মিয়া (৯) নামের এক রাখাল বালকের মৃত্যু হয়েছে।

রোববার (৫ জানুয়ারি) আলীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

তরিকুল আলীপুর গ্রামের নূর মিয়ার ছেলে। এ ঘটনায় জড়িতের অভিযোগে একই গ্রামের নিদান উল্যার ছেলে কৃষক ইরফান মিয়াকে (৪০) আটক করেছে পুলিশ।

তরিকুলের বাবা নূর মিয়া জানান, রোববার দুপুরে তরিকুল গরু চড়াতে গেলে ইরফানের সঙ্গে ঝগড়া হয়। এ সময় তরিকুলকে লাটি দিয়ে পেটাতে থাকেন ইরফান। এক পর্যায়ে সে (তরিকুল) মাটিতে লুটিয়ে পড়ে। পরে আত্মীয়-স্বজন ছেলেটিকে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
নিহতের পরিবারের বরাত দিয়ে বানিয়াচং থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আউয়াল জানান, ইরফান লাঠি দিয়ে তরিকুলের মাথার বাঁ পাশে আঘাত করলে তার মৃত্যু হয়। পরে পুলিশ ইরফানকে আটক করেছে।