মরহুমের জানাজায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ডা. শাখাওয়াত হোসেন জীবন, জেলা আ’লীগের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, জেলা বিএনপি’র সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন ও সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল ইসলাম নুরুল,
সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত, জেলা আ’ লীগের সাধারণ সম্পাদক নোমান পলিন বখত, জেলা বিএনপির সহ সভাপতি মিজানুর রহমান চৌধুরী, শান্তিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান বিএনপি নেতা ফারুক আহমেদ, বীর মুক্তিযোদ্ধা নুরুল মোমেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. হুমায়ুন মঞ্জুর চৌধুরী, পিপি অ্যাড. খায়রুল কবির রুমেন, জেলা বিএনপির সহ-সভাপতি নাদীর আহমদ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. শেরেনুর আলী, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. আইনুল ইসলাম বাবলু,
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, জেলা কৃষকদল আহবায়ক ও তাহিরপুর উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো: আনিসুল হক, আবুল মনসুর মোহাম্মদ শওকত, জেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, বর্তমান সাংগঠনিক সম্পাদক শংকর দাস, আসাদুজ্জামান সেন্টু, যুবলীগ কেন্দ্রীয় সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফজলে রাব্বি স্মরন, জেলা শ্রমিকলীগের সভাপতি মোঃ সেলিম আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সামছুজ্জামান, সাধারন সম্পাদক মোনাজ্জির হোসেন, জেলা যুবদলের সাধারন সম্পাদক এড. মামুনুর রশিদ কয়েছ, যুগ্ম সাধারন সম্পাদক তফাজ্জল হোসেন, মমিনুল হক কালারচান, জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অর্ধেন্দু ঘোষ চৌধুরী সঞ্জু ও শাহ্ মো: শাহজাহান মিয়া, জুলফিকার চৌধুরী রানা, মোহাম্মদ আলী, নাজিম উদ্দিন, জেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব তারেক মিয়া প্রমুখসহ বীর মুক্তিযুদ্ধাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকার (জামালগঞ্জ, ধর্মপাশা, তাহিরপুর ও মধ্যনগর) নেতাকর্মীরাো জানাযায় অংশ নেন। জানাযা শেষে মরদেহ নিয়ে যায় গ্রামের বাড়ি বিশ্বম্ভরপুর উপজেলার শাহপুর গ্রামে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে দাফন পারিবারিক কবর স্থানে চির নিদ্রায় সমাহিত করা হয়।
উল্লেখ্য; নজির হোসেন সুনামগঞ্জ—১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) নির্বাচনী এলাকা থেকে ১৯৯১ সালে সিপিবি ঐক্যজোট থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৯৩ সালের ১৫ অক্টোবর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগদান করেন। ১৯৯৬ সালে দ্বিতীয়বার ও ২০০১ সালে তৃতীয়বারের মতো বিএনপি থেকে একই আসনে সংসদ সদস্য নির্বাচিত হন।
নজির হোসেন ১৯৪৯ সালের ৪ঠা ফেব্রুয়ারি সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার শাহপুর গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
তাঁর পিতার নাম মো. আব্দুল গণী, মাতা ছুরত উন নিসা বেগম। নজির হোসেনের পত্নী সালমা আক্তার একজন ব্যাংক কর্মকর্তা। তাঁর মৃত্যুতে তার নির্বাচনী এলাকাসহ জেলা জুড়ে শোক বিরাজ করছে।
মন্তব্য করুন