পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম
“পঞ্চগড়ের জেলা পুলিশের উদ্যাগে পুলিশ পরিবারের মেধাবী সন্তানদের মেধাবৃত্তি-২০২২ প্রদান করা হয়েছে। গত বুধবার ২৭ মার্চ পঞ্চগড় পুলিশ সুপারের অফিসে দুপুরে -পুলিশ পরিবারের মেধাবী সন্তানদের মেধাবৃত্তি-২০২২ প্রদান করা হয়।
২০২২ সালের এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ সাফল্য GPA-5 অর্জন করায় বাংলাদেশ পুলিশের মাননীয় আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম মহোদয়ের পক্ষে পঞ্চগড় জেলা পুলিশ পরিবারের মেধাবী শিক্ষার্থীদের হাতে বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট প্রদত্ত সম্মাননা সার্টিফিকেট, ক্রেস্ট ও অর্থ পুরস্কার তুলে দেন পঞ্চগড় জেলার পুলিশ সুপার, এস, এম, সিরাজুল হুদা পিপিএম-।
পঞ্চগড় জেলায় কর্মরত পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন)/চন্দন কুমার রায় এর ছেলে প্রীতম রায় (ওম), এসআই (নিঃ) মোঃ জাহাঙ্গীর আলম এর মেয়ে সানজানা আলম জিমু, এসআই (নিরস্ত্র) মোঃ তৈয়ব আলী সরকার এর ছেলে মোঃ শামীন ইয়াসির মোহামুদ শাফী বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট প্রদত্ত মেধাবৃত্তি-২০২২ এর জন্য মনোনীত হয়েছে।
এসময় সময় আরো উপস্থিত ছিলেন সদ্য পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস. এম. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) কনক কুমার দাস ও শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ, শীক্ষার্থীবৃন্দ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
মন্তব্য করুন