পঞ্চগড় জেলা প্রতিনিধি, খাদেমুল ইসলাম-
সূর্যের দেখা মিললেও মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে পঞ্চগড়ে তেতুলিয়া। ঘন কুয়াশার দাপটে এখনও দুর্ভোগ পোহাচ্ছেন উত্তরের এ জনপদের বাসিন্দারা। গত ২ জানুয়ারি থেকে টানা মাসটাধরে বইছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ।মঙ্গলবার (৩০ জানুয়ারি) ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সোমবার একই সময়ে তাপমাত্রা ছিল ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
এ তথ্য নিশ্চিত করেছে জেলার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যাবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ।
মন্তব্য করুন