স্টাফ রিপোর্টার।
হবিগঞ্জ জেলা লিগ্যাল এইড অফিস জেলা পর্যায়ে বিভিন্ন অংশীজন প্রতিষ্ঠানের অংশগ্রহণে সরকারি আইনগত সহায়তা কার্যক্রম বিষয়ক সেমিনারের আয়োজন করে।
গতকাল বুধবার বিকালে জেলা জজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উক্ত সেমিনার সঞ্চালনায় ছিলেন জেলা এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) সম্পা জাহান। সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ হাসানুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন, উপ-পরিচালক সমাজসেবা অধিদপ্তর, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, জেল সুপার, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরী, সাধারণ সম্পাদক আবু হাসিব খান চৌদুরী পাবেল, উপ-পরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর, চেয়ারম্যান জাতীয় মহিলা সংস্থা, জেলা ব্যবস্থাপক ব্র্যাক, জেলা ব্যবস্থাপক ইনডেভার, উপ-পরিচালক ইসলামিক ফাউন্ডেশন, নির্বাহী পরিচালক নিশান হেলথ এবং অন্যান্য অংশীজন বৃন্দ স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন।
মন্তব্য করুন