জামালগঞ্জে আওয়ামীলীগের বর্ধিত সভা


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : অক্টোবর ২৭, ২০২১, ১২:১৪ পূর্বাহ্ন /
জামালগঞ্জে আওয়ামীলীগের বর্ধিত সভা
তৌহিদ চৌধুরী প্রদীপ, জামালগঞ্জ (সুনামগঞ্জ) থেকে।।
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় বর্ধিত সভা অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার দুপরে জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে বর্ধিত সভায় সভাপতিত্ব করেন, জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মাদ আলী। উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এম নবী হোসেন এর সঞ্চালনায়, প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ-১ আসনের (জামালগঞ্জ, ধর্মপাশা, মধ্যনগর ও তাহিরপুর) সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রেজাউল করিম শামীম, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল মুকিত চৌধুরী, উপজেলা আ’লীগের যুগ্ম আসাধারণ সম্পাদক কাজী আশরাফুজ্জামান সহ জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের তৃণ মুল নেতা কর্মী বৃন্দ।
প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, রাজনীতিতে প্রতিযোগিতা থাকা ভাল প্রতিহিংসা ভাল নয়। আমার নির্বানী এলাকায় আওয়ামীলীগ সরকারের আমলে যে পরিমান উন্নয়ন হয়েছে স্বাধীনতার পঞ্চাশ বছরে অন্য কোন সরকারের আমলে এমন উন্নয়ন হয়নি। মামনীয় প্রাধানমন্ত্রী হাওরবাসীর উন্নয়নে  আন্তরিক। তাঁর নির্দেশে আমি আমার নির্বানী এলাকার উন্নয়ন করে যাচ্ছি। আগামীতেও আপনাদের সাথে নিয়ে হাওর এলাকার উন্নয়ন করে যাবো। তাই আসুন সবাই মিলে আওয়ামীলীগের দলীয় পতাকার তলে ঐক্য বদ্ধ হয়ে জননেএী শেখ হাসিনার নেতৃত্বে সুখী সমৃদ্বী দেশ গঠনে অংশ গ্রহণ করি। জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ঐক্য বদ্ধ আছে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দল যাকে মনোনয়ন দিবে, আমরা সবাই মিলে নৌকার প্রার্থীর পক্ষে কাজ করে যাব। অবশ্যই যোগ্য ব্যক্তির হাতে নৌকা তুলে দিবেন নেতৃবৃন্দ। যাতে করে বিজয় সুনিশ্চিত হয়। দলীয় সকল নেতা কর্মী কে ঐক্যবদ্ধ হয়ে দলীয় কাজ করার আহবান জানিয়ে বঙ্গ বন্ধু সোনার বাংলা গড়ে বিশ্বনেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার উদাত্ত আাহবান জানান।