কক্সবাজার প্রতিনিধি :
ক্যাম্পে অপরাধ নির্মুলে র্যাব, পুলিশসহ যৌথ বাহিনীর অভিযান চলমান রয়েছে, চলছে ব্যাপক গোয়েন্দা নজরদারী। তবুও যেনো থামছেনা ক্যাম্পের অভ্যন্তরে খুনাখুনি, অপহরণ সহ নানাবিধ অপরাধ। এরই মধ্যে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের পানি চলাচলের নালা থেকে উদ্ধার করা হলো এক যুবকের গলাকাটা মরদেহ।
শনিবার (২ সেপ্টেম্বর) উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১০ এইচ/২৫ ও ২৭ ব্লকের একটি নালা থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মুহাম্মদ মুজিব (২৪) উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্ট ব্লক এ/৪৬ এর ওবায়দুল হকের ছেলে।
এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুহাম্মদ আলী জানান , শনিবার সকাল ৬টার দিকে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-১০ এর এইচ/ ২৫ ও ২৭ ব্লকের মাঝখানে নালায় এক যুবকের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় রোহিঙ্গারা ক্যাম্পে দায়িত্বরত এপিবিএনকে তাৎক্ষণিক অবহিত করে। এপিবিএনের দেওয়া তথ্যের ভিত্তিতে আমাদের পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। আশপাশের রোহিঙ্গারা মরদেহটি ক্যাম্প-৮ ওয়েস্ট ব্লক এ/৪৬ এর মুজিব বলে শনাক্ত করে।
তিনি আরও বলেন, কে বা কারা এই হত্যাকাণ্ডে জড়িত তা এখনো কেউ নিশ্চিত হতে পারিনি। সুরতহাল তৈরি শেষে লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন