নূরুজ্জামান ফারুকী হবিগঞ্জ থেকে॥
হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত পলাতক ৫ আসামী গ্রেফতার করেছে বানিয়াচং থানা পুলিশ। ২০ অক্টোবর বৃহস্পতিবার রাতে, অতিরিক্ত পুলিশ সুপার বানিয়াচং সার্কেল পলাশ রঞ্জন দে এর দিক-নির্দেশনায় অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন এর নেতৃত্বে বানিয়াচং থানায় কর্মরত এসআই শামছুল ইসলাম, এসআই হাবিবুর রহমান, এসআই ফজলুল হক, এসআই মোহাম্মদ মহিন উদ্দিন, এএসআই মোঃ তোহাসহ সংগীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করিয়া গ্রেফতারী পরোয়ানাভূক্ত পলাতক ৫ আসামী গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- মোস্তাক মিয়া (২৮), মোঃ হোসেন মিয়া (২৫), আব্দুল জলিল, মোঃ শামসুল হক, মোঃ আবু ছালেক। এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন জানান, বানিয়াচং উপজেলাকে অপরাধমুক্ত করতে পুলিশের এ ধরণের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। আসামিদেরকে বিচারার্থে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন