নূরুজ্জামান ফারুকী, হবিগঞ্জ থেকে।।
হবিগঞ্জ উপজেলার আজমিরীগঞ্জে ২ ফার্মেসীকে নগদ অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল ১৯ অক্টোবর আজমিরীগঞ্জের বিভিন্ন ফার্মেসী ও দোকানে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসময় মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় আজমিরীগঞ্জ থানা সংলগ্ন মা-মনি ফার্মেসীকে ১’ হাজার ৫’শত টাকা এবং কলেজ রোড সংলগ্ন বাজারের হরেকৃষ্ণ ফার্মেসীকে ১’হাজার টাকাসহ মোট ২’হাজার ৫’শত নগদ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী বিচারক সুলতানা সালেহা সুমি। আদালতকে সার্বিক সহযোগিতা করেন পৌর স্যানেটারী ইন্সপেক্টর রুবেল রেজা এবং এস.আই মোশাররফের নেতৃত্বে আজমিরীগঞ্জ থানা পুলিশের একটি টিম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী বিচারক সুলতানা সালেহা সুমি বলেন, ‘মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় দু’টি ফার্মেসীকে ২’হাজার ৫’শত টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে মেয়াদোত্তীর্ণ ঔষধ যেন না পাওয়া যায় সে ব্যাপারে তাদের কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। উপজেলা প্রশাসন কর্তৃক নিয়মিত বাজার মনিটরিং এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।
মন্তব্য করুন