স্টাফ রিপোর্টার :
হবিগঞ্জের বানিয়াচংয়ে কৃষকদের নিয়ে মহাসমাবেশ তথা সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ এপ্রিল) সকাল ১১ টায় বানিয়াচং উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত কংগ্রেস অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সদস্যদের প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডঃ আব্দুল মজিদ খান এমপি।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমীন ও হাসিনা আক্তার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ সাইফুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আহমদ লস্কর, যুগ্ম-সাধারণ সম্পাদক তজিম্মুল হক চৌধুরী, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, উপজেলা আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম, আলহাজ্ব আবুল হোসেন, সাংবাদিক শেখ নূরুল ইসলাম, তাপস হোম, শাহ সুমন, এসকে রাজ। এ সময় বক্তব্য রাখেন সিআইজি সভাপতি মাহবুবুর রহমান প্রমুখ।
সভায় প্রধান অতিথি আবদুল মজিদ খান এমপি বলেন, কৃষি ও এখন একটি স্মার্ট পেশা হয়ে যাচ্ছে। শিক্ষিত তরুনরা এখন এই পেশায় যুক্ত হচ্ছেন। এটি সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদৌলতে। তিনি আগামীতে একটি স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। আর স্মার্ট কৃষি গড়ার জন্য তিনি কৃষি ব্যাবস্থা কে যান্ত্রীকিকরণ করেছেন। বাংলাদেশের কৃষি ব্যাবস্থা প্রধানমন্ত্রীর নির্দেশে একটি আধুনিক ও উন্নত কৃষি ব্যাবস্থা হিসেবে বিশ্বের দরবারে স্থাপিত হয়েছে।
মন্তব্য করুন