পঞ্চগড় প্রতিনিধি;
পঞ্চগড় তেতুলিয়ায় টিউলিপ বাগানে কালোবাজারি করে টিকিট বিক্রি করছে একটি চক্র এতে হাতিয়ে নিচ্ছে প্রতিমাসে প্রায় প্রায় কোটি টাকার অর্থ। এ ব্যাপারে দেখার বলার কেউ নেই। তবে ইএসডিও দর্জিপাড়া টিউলিপ ফুল প্রকল্পের দায়িত্ব শীল কর্মকর্তা মো; আইনুল হকের সাথে যোগাযোগ করলে তিনি শুনতে পান না বলে ফোন কেটে দেন। টিউলিপ ফুল নিয়ে চাদা বাজি শুরু করছে , কতিপয় একটি চক্র।
প্রতিদিন অবৈধ ভাবে ২০ হাজার টাকার টিকিট বিক্রি করছে, তাহলে মাসে কত টাকা দাড়ায়? কোটি টাকারও বেশিইএসডিও আগে ছিলো ১ শত টাকা চাদা, এখন কমিয়ে করা হয়েছে, অর্ধেক ৫০ টাকা টিকিটের নামে পর্যটকদের কাছে জোর পুর্বক অর্থ আদায় করছে।এতে সরকারী আইনের কোন নীতিমালা তোয়াক্কা করছে না দর্জিপাড়া ইএসডিও টিউলিপ বাগান প্রকল্প সংস্থা। এ বিষয়ে সরজমিনে গিয়ে দেখা যায়,দর্জিপাড়ায় টিউলিপ ফুল বাগানে আসা শত শত দর্শনার্থীদের নিকট থেকে ৫০ টাকা জোর পূর্বক চাদা আদায় করছে।
একজন পর্যটক জানান, টিকিটের ঘটনায় তিনি এ প্রতিবেদকের কাছে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন ২০ টাকা পর্যন্ত চাদা দিতে সমস্যা নেই,কিন্তু ৫০ টাকা চাদা নিতে পারেন না।এ ব্যাপারে তেতুলিয়ায় ইউএনও সোহাগ চন্দ্র সাহা বলেন,
তিনি বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিবেন।
তিনি বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিবেন।
মন্তব্য করুন