,পঞ্চগড় প্রতিনিধি।।
পঞ্চগড়ে’র দেবীগঞ্জে আ’লীগের শান্তি সমাবেশে বিএনপির হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এখন পর্যন্ত এই দুই মামলায় সাতজনকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করেছে দেবীগঞ্জ থানা পুলিশ। শনিবার (১১ ফেব্রুয়ারী) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলার চিলাহাটি ইউনিয়নে আ’লীগের শান্তি সমাবেশ ও বিএনপি’র পদযাত্রা সম্পন্নের লক্ষ্যে দুই দলের নেতা-কর্মীরা ভাউলাগঞ্জ টাওয়ার মোড়ে মুখোমুখি হলে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় ইউনিয়ন আ’লীগের অর্ধ শতাধিক নেতা-কর্মী আহত হয়েছে বলা জানা যায়। রুবেল, শাহজাহান ও নূরনবী নামে আ’লীগের তিন নেতা কর্মী গতকাল (শনিবার) ঘটনার পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
এর মধ্যে নূরনবী গুরুতর আহত হওয়ায় গতকালই তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। দেবীগঞ্জ থানা পুলিশের তথ্য অনুযায়ী, নূরনবী ও শাহজাহান বাদী হয়ে শনিবার দিবাগত রাতে দেবীগঞ্জ থানায় দুইটি মামলা দায়ের করেন। এতে বিএনপি নেতা রহিমুল ইসলাম বুলবুল, হারুন অর রশিদ সহ ৪৪ জনের নাম ও অজ্ঞাত ১৪০-১৫০ জনকে আসামী করা হয়। এই ঘটনায় গতকাল রাতেই সোনাহার ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শহীদ আলীসহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১২ ফেব্রুয়ারী) তাদের আদালতে সোপর্দ করা হয়। এই বিষয়ে জানতে উপজেলা বিএনপি’র সদস্য সচিব আব্দুল গণি বসুনিয়ার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি রিসিভ করেননি। এব্যাপারে দেবীগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন