স্টাফ রিপোর্টার। :-
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ৩নম্বর ইউনিয়ন পরিষদে কর্মরত গ্রাম পুলিশ গণপতি রবি দাসের বাড়িতে প্রতিদিনই বসে মাদকের রঙিন আসর।নিজের তৈরী চোলাই মদ এবং গাঁজা বিক্রির অভিযোগ উঠেছে ওই গ্রাম পুলিশের বিরুদ্ধে।
গ্রাম পুলিশ গণপতি রবিদাস(৪০)উপজেলার ৩নং ইউনিয়নের ঢালি মহল্লার হাজারী রবি দাসের পুত্র।
রবিবার(১২ ফেব্রুয়ারী) রাতে গ্রাম পুলিশের বাড়িতে মাদকের আসর চলাকালে গোপনে কিছু চিত্র ধারণ করা হয়।এসময় একাধিক লোকজন নিয়ে কঁলকিতে গাঁজা সেবন করতে দেখা যায় অভিযুক্ত গ্রাম পুলিশ গণপতি রবি দাসকে।
স্থানীয়রা জানান,দীর্ঘদিন যাবত গ্রাম পুলিশের বাড়িতে বিভিন্ন এলাকার মাদকাসক্ত লোকজনের আনাগোনা দেখা যায়।লোকজনের আনাগোনার বিষয়টি সন্দেহ হয় এলাকাবাসীর। পরে খোঁজ নিয়ে দেখা যায় তার বাড়িতে প্রতিদিন মাদকের আসর বসে।আসরে আসা লোকজনের কাছে গাঁজা,নিজের তৈরী চোলাই মদ বিক্রি করেন গ্রামপুলিশ গণপতি রবিদাস।দ্রুত গণপতিকে গ্রেফতারের দাবি জানান এলাকাবাসী।
এবিষয়ে ৩নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরফান মিয়া বলেন,বিষয়টি আমার জানা নেই।মাদকের বিষয়ে জড়িত থাকলে গণপতিকে আইনের হাতে সোপর্দ করা হবে।
এব্যাপারে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ বলেন,ঘটনার সত্যতা পেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন