হবিগঞ্জ প্রতিনিধি॥
শায়েস্তাগঞ্জে ৩৮ লাখ টাকা ব্যয়ে উপ-স্বাস্থ্য কেন্দ্রের নির্মাণ কাজের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। উক্ত স্বাস্থ্য কেন্দ্র নির্মাণের সকল উপকরণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে বলে জানা গেছে।
গত ১৮ জানুয়ারি জেলা প্রশাসক ইশরাত জাহান, ৩৮ লাখ টাকা ব্যয়ে নির্মাণ কাজের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডাক্তার মোঃ নুরুল হক, উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ ইকবাল, নির্বাহী অফিসার নাজরাতুন নাঈম, জেলা স্বাস্থ্য নির্বাহী প্রকৌশলী সফিকুল ইসলাম পাঠান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অদিতি রায়, মেডিকেল অফিসার ডাঃ সাইফুল ইসলাম প্রমুখ।
কিন্তু কাজ শুরুর পর দেখা গেছে, ১ নম্বর ইটের পরিবর্তে ২ নম্বর ইট ও নিম্নমানের সিমেন্ট বালি দিয়ে কাজ করা হচ্ছে। এমনকি রডও যে পরিমাণ দেয়ার কথা তার চেয়ে কম দিয়ে কাজ করছে ব্রাহ্মণবাড়িয়ার ঠিকাদার প্রতিষ্ঠান। কিছু লোককে সালামি দিয়ে তাদের মুখ বন্ধ করে রেখেছে এবং ঠিকাদার শানখলা সড়কের উপ-স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ কাজ শুরু করেছেন। স্থানীয়রা জানান, ৩৮ লাখ টাকার কাজটি যদি সঠিকভাবে হতো তবে স্বাস্থ্যকেন্দ্রটি অনেকদিন ঠেকসই হতো।
এ বিষয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল জানান, বিষয়টি দুঃখজনক। তবে প্রশাসনের এ বিষয়ে তদারকি করা দরকার। সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল হক জানান, বিষয়টি গুরুত্ব সহকারে দেখে ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য করুন