পঞ্চগড় প্রতিনিধি ॥
তেতুলিয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে তামাক সেবন ও নেশা জাতীয় দ্রব্য আসক্তির প্রতিকারের জন্য সচেতনতামুলক একদিনের প্রশিক্ষণের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবুল কাসেমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা মেডিকেল আবাসিক অফিসার আর এম ডাঃ আবুল কাসেম,মেডিকেল অফিসার ডা; মো; শাকিল রহমান, পঞ্চগড় সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা ডা; জিয়াউদ্দীন, জনপ্রতিনিধি ও গনমাধ্যম কর্মী, এনজিও কর্মী মসজিদ, ও মন্দিরের পেশ ইমাম,মন্দির পুরোহিত গন।
তেতুলিয়ার মেডিকেল অফিসার ডা; আবুল কাসেমেরপ রিচালনায় বক্তব্য রাখেন,পঞ্চগড় জেলা সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তাডা; জিয়াউদ্দীন মেডিকেল অফিসার, ডাঃ শাকিল রহমান,দেবনগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো; আসলাম হোসেন, তেতুলিয়া রিপোর্টার ইউনিটির সভাপতি মো; খাদেমুল ইসলাম, তেতুলিয়া প্রেসক্লাবের সভাপতি সোহরাব আলী, সাধারণ সম্পাদক মো,আব্দুল রাজ্জাক, জার্নালিষ্ট ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম,সাধার সম্পাদক এসকে দোয়েল, সাংবাদিক হাফিজুর রহমান হাবিব সাংবাদিক, মো; আহসান আলী সাংবাদিক, আমিরুল ইসলাম,তেতুলিয়া ইউপি সদস্য নুরুল ইসলাস, ইউপি সদস্য আব্বাস আলী বাংলাদেশ প্রেস ক্লাবের উপজেলা শাখা সভাপতি আব্দুল বাসেত, সাংবাদিক সাব্বির হোসেন রকি তেতুলিয়া মসজিদের ইমাম মাওলানা মাসুদুর রহমান চৌধুরিগছ এলাকার, মন্দিরের পুরোহিত শ্রী হিরা কান্ত বাবুসহ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা মাসুদুর রহমান। প্রজেক্টরের মাধ্যমে সেমিনারে অংশ গ্রহণকারীদের মধ্যে তামাক জাতীয় দ্রব্যর ক্ষতিকারক বিষয়ের উপর উপস্থাপনা করেন মেডিকেল অফিসারডাঃ আবুল কাসেম। এ কর্মশালায় ৩৫ জন কর্মী অংশ গ্রহন করেন।
মন্তব্য করুন