লাখাইয়ে  অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : ডিসেম্বর ২৪, ২০২২, ১১:৩০ অপরাহ্ন /
লাখাইয়ে  অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি  ॥

লাখাই উপজেলার মোড়াকরি গ্রামের নিকট বলভদ্র নদীর তীরে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে লাশটি উদ্ধার করে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাত ব্যক্তির লাশ একজন পুরুষের। বয়স অনুমানিক ২৮ থেকে ৩০ বছর হবে। লাশ থেকে পলিথিন দিয়ে বাঁধা একটি ম্যাক্সিমাস বাটন মোবাইল ফোন, যার সিম নাম্বার ০১৭৭৬৯২৬০৮২ পাওয়া গেছে। স্থানীয় বহু লোকজন দেখে লাশটি সনাক্ত করতে সক্ষম হয় নি। লাশের গায়ে হলুদ-কালো গেঞ্জি, পরনে লাল প্যান্ট ছিল। আনুমানিক ৩ থেকে ৪ দিন আগে ওই ব্যক্তি মারা গেছে বলে ধারণা করা হচ্ছে, লাশে পচন ধরেছে। লাখাই থানার অফিসার ইনচার্জ এমএন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।