মৌলভীবাজারে মনু ভাঙ্গন রোধে হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : অক্টোবর ১২, ২০২১, ১:১৭ অপরাহ্ন /
মৌলভীবাজারে মনু ভাঙ্গন রোধে হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন

ডেস্ক রিপোর্টঃ মনু নদী ভাঙ্গন থেকে মৌলভীবাজার জেলা সদর, রাজনগর ও কুলাউড়া উপজেলা রক্ষা শীর্ষক প্রকল্প অনুমোদিত হয়েছে। এ প্রকল্পটি একনেক সভায় ২১ জুন অনুমোদিত হয়। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৯ শত ৯৬ কোটি ২৮ লাখ ৩০ হাজার টাকা।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জানায়, এটির কার্য সম্পাদনের মেয়াদ ১ জুলাই ২০২০ হতে ৩০ জুন ২০২৩ সাল পর্যন্ত। উক্ত প্রকল্পের আওতায় মোট ৭২ টি প্যাকেজ আছে। মৌলভীবাজার পাউবো আরো জানায়, তন্মধ্যে ৪৭টি প্যাকেজের দরপত্র আহবান করা হয়েছে। এখান থেকে ৩৬টি প্যাকেজের ঠিকাদারও নিয়োগ করা হয়েছে। এছাড়াও ১২টি প্যাকেজের ঠিকাদার মাঠ পর্যায়ে কাজ করছে।
আগামী বর্ষা মৌসুমে নদী ভাঙ্গন রক্ষায় জিও ব্যাগ প্যাকেটজাত করা হচ্ছে। পানি সম্পদ উন্নয়নের জন্য মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলা বেষ্টিত কাউয়াদীঘি হাওরে ৪৮ টি খাল খনন, জেলা শহরের কোদালী ছড়া সেচ প্রকল্প, মনু নদ সেচ পুনর্বাসন প্রকল্প বাস্তবায়নের লক্ষে ইতিমধ্যে জরিপ কাজ সম্পন্ন করেছে পাউবো। এ ছাড়াও ধলাই নদ প্রকল্প গ্রহণ করা হয়েছে। মনু নদ এর কামারচাক, উজিরপুর, খাস প্রেমনগর এলাকাজুড়ে কাজ চলছে। এছাড়াও কাউয়াদীঘি হাওরের সম্পাসী, রাজাপুর, স্বাসমহল, ঢেউপাশা, কোনাগাও, দাউদপুর, কান্দিপুর ও কুশিয়ারা নদীর কাশিমপুর পাম্প হাউজ সংলগ্ন ইসলামপুরে চলছে জিও ব্যাগ ও ব্লগ তৈরির প্রস্তুতি।
এদিকে, মৌলভীবাজার পাউবোর নির্বাহী প্রকৌশলী আক্তারুজ্জামান জানান, নদী রক্ষায় ৯ শত ৯৬ কোটি ২৮ লাখ ৩০ হাজার টাকার প্রকল্পের অনুমোদন হয়েছে। উক্ত প্রকল্পের আওতায় মোট ৭২ টি প্যাকেজ আছে। তিনি জানান, ৪৭টি প্যাকেজের দরপত্র আহবান করা হয়েছে। সকল প্যাকেজে ঠিকাদারী প্রতিষ্ঠান হতে যাতে কোন গাফিলতি ও ব্যাঘাত সৃষ্টি না হয় সেই লক্ষে আমরা তদারকি করছি।