হবিগঞ্জ প্রতিনিধি। ‘
সময়ের অঙ্গীকার-কন্যাশিশুর অধিকার’ প্রতিপাদ্যের মধ্যে দিয়ে হবিগঞ্জে কন্যাশিশু দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার (৪ অক্টোবর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ইশরাত জাহান। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: রফিকুল আলম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) রুমানা আক্তার। এছাড়াও বক্তব্য রাখেন-উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি আরা, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ইশমত আরা, হবিগঞ্জ মডেল থানার ওসি তদন্ত, নারী নেত্রী ও লেখিকা তাহমিনা বেগম গিনি প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত কন্যা শিশুরা ফুলের তোড়া দিয়ে জেলা প্রশাসককে শুভেচ্ছা জানান। এর আগে কন্যাশিশুদের উদ্দেশ্যে কেক কাটা হয়। পরে মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষণার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক ইশরাত জাহান।
মন্তব্য করুন