নূরুজ্জামান ফারুকী হবিগঞ্জ প্রতিনিধি।
হবিগঞ্জে আনন্দঘন পরিবেশ ও শান্তিপূর্ণ ভাবে সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গাৎসব উদযাপিত হচ্ছে। মন্ডপ গুলো যেন সুন্দরভাবে পূজা উদযাপন করতে পারেন সে জন্য প্রতিটি মন্ডপে সরকারি ভাবে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়েছে।
সোমবার (৩ অক্টোবর) সকাল থেকে রাত পর্যন্ত হবিগঞ্জ সদর ও শায়েস্তাগঞ্জ উপজেলার সকল ইউনিয়নে অর্ধশতাধিক পূজামন্ডপ পরিদর্শন করে হিন্দু সম্প্রদায় মানুষের খোঁজ খবর নেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি। এ সময় তিনি বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী সকল ধর্মীয় সম্প্রীতির দেশ। আওয়ামী লীগ সরকার সকলের ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে। এই দেশ সবার। তাই ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। সেই লক্ষ্যেই জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছে।
এ সময় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আতাউর রহমান সেলিম, সাংগঠনিক সম্পাদক নূর উদ্দিন চৌধুরী বুলবুল, মশিউর রহমান শামীম, শায়েস্তাঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ তালুকদার ইকবাল ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমানসহ দলীয় নেতাকর্মী ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন