মহিবুর রহমান মুকুল, বিশেষ প্রতিনিধি
প্রাথমিক শিক্ষা পদক ২০২২ এর জন্য রাজনগর উপজেলায় সহকারী শিক্ষক ক্যাটাগরিতে শ্রেষ্ট শিক্ষক হিসেবে মনোনিত হয়েছেন জয়নাল মিয়া। তিনি উপজেলার করাইয়া হাওর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। সারা দেশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে অধিকতর যোগ্য দক্ষ ও মেধাবীদের মধ্যে যিনি শিখন কার্যক্রমের অগ্রগতির পাশাপাশি সামাজিক যোগাযোগ, মননশীলতা ও সৃজনশীতা ও ব্যক্তি চরিত্রে শ্রেষ্ঠত্বের অধিকারী তাকে জাতীয়ভাবে এ পদক দেয়া হয়। গতকাল রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব প্রিয়াংকা পালের সভাপতিত্বে উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ ও শিক্ষা কমিটির সদস্য, রাজনৈতিক ব্যক্তিত্ব, ইউআরসি ইনস্ট্রাক্টর, উপজেলা ভাইস চেয়ারম্যানের সমন্বিত বিচারক প্যানেলের মাধ্যমে জয়নাল মিয়াকে শ্রেষ্ট শিক্ষক হিসাবে নির্বাচন করা হয়।
রাজনগর উপজেলার ১৪১টি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত রয়েছেন প্রায় ছয় শতাধিক সহকারী শিক্ষক। ৮টি ক্লাস্টারে ভাগ করে উপজেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনা ও পরিচালনা করা হয়। শিক্ষা পদকের এ নির্বাচন বিদ্যালয় পর্যায়ে শুরু হয়। জয়নাল মিয়া ইতিপূর্বে বিদ্যালয় ও ক্লাস্টারেও নিজেকে শ্রেষ্ঠত্বের পরিচয় দিয়েছেন। তিনি একজন সক্রিয় স্কাউটার। রাজনগর উপজেলা কাব লিডার হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১৯ সালেও তিনি রাজনগর উপেলার শ্রেষ্ট শিক্ষক নির্বাচিত হয়েছিলেন।
জয়নাল মিয়া একজন কবি ও লেখক। জাতীয় পর্যায়ে রয়েছে তার সুনাম। লেখালেখি করেন ‘জয়নাল আবেদীন শিবু’ নামে। দেশের বিভিন্ন লিটলম্যাগাজিন ও জাতীয় দৈনিকের পাশাপাশি দেশের বাইরেও বাংলা ভাষাভাষি নানা কাগজে তাঁর লেখা প্রকাশ হয়। ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধের জ্ঞানকোষ’ সম্পাদনায় এশিয়াটিক সোসাইটি, বাংলাদেশ কর্তৃক ‘তথ্য সংগ্রাহক ও গবেষক’ হিসেবে রাজনগর উপজেলার তথ্য সংগ্রহ ও সরবরাহ করেন। তিনি সিলেটের শত মনীষীর জীবনী সিরিজ ‘ সিলেট চরিত কথা’ প্রকল্পে জননেতা তারা মিয়ার জীবন ও কর্মের উপর পাণ্ডুলিপি প্রস্তুত করে দেন।
জয়নাল আবেদীন শিবুর জন্ম ১৩ জানুয়ারি ১৯৮২, মৌলভীবাজার জেলার মশাজান গ্রামে। শেষ নব্বই দশক থেকে ছড়া ও কবিতার মাধ্যমে লেখালেখি শুরু করেন। এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থ: জলমাটির প্রেম ( কবিতা) ফসল রমণীর প্রেম ( কবিতা) অক্টোপাসের ঠোঁট ( কবিতা) ক্ষমতার মমতা (ছড়া) পান্থজনের কথা ( গদ্য)। যার ছড়া মিষ্টি কড়া (গদ্য)। তিনি লিটলম্যগ সম্পাদনা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত রযেছেন।
মন্তব্য করুন