ডেস্ক রিপোর্ট। দি সিলেট পোস্ট।
সিলেটে মঙ্গলবার ভোর থেকে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট শুরু হয়েছে। ছয়টি সংগঠনের সমন্বয়ে সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক সমন্বয় পরিষদের ডাকে চলছে এ ধর্মঘট। এ ধর্মঘটে শ্রমিকরা গাড়ি রেখে লাঠি হাতে রাস্তায় নেমে যান চলাচলে বাধা দিচ্ছেন।
স্লোগান দিচ্ছেন আগামীকাল বুধবার থেকে পুরো বিভাগ অনির্দিষ্টকালের জন্য অচল করে দেওয়ার। ফলে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। ৫ দফা দাবিতে এ কর্মসূচি পালন করছেন পরিবহণ শ্রমিকরা।
সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক সমন্বয় পরিষদের অন্তর্ভুক্ত সংগঠনগুলো হচ্ছে— সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন, সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন, ইমা লেগুনা, হিউম্যান হুলার শ্রমিক ইউনিয়ন, সিলেট জেলা অটো টেম্পো, অটোরিকশা শ্রমিক জোট, সিলেট জেলা ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়ন, সিলেট জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন।
মঙ্গলবার ভোর থেকেই শ্রমিকরা কোনো ধরনের গণপরিবহণ বা পণ্যবাহী গাড়িতে চলতে দিচ্ছে না। এতে স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থী এবং চাকরিজীবীরা বেশ ভোগান্তিতে পড়েছেন।
এদিকে সোমবার রাতে পরিবহণ শ্রমিক নেতাদের ধর্মঘট প্রত্যাহারের অনুরোধ জানিয়েছিল প্রশাসন। সে অনুরোধকে প্রত্যাখ্যান করে আজ ভোর থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহণ কর্মবিরতি পালনে নিজেদের অবস্থানে অটল রয়েছেন পরিবহণ শ্রমিক নেতারা।
সিলেট বিভাগের সব পরিবহণ শ্রমিকদের দাবি হচ্ছে— সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার ও উপকমিশনারের (ট্রাফিক) অপসারণ, ট্রাফিক পুলিশের হয়রানি এবং রেকার বাণিজ্যসহ মাত্রাতিরিক্ত জরিমানা বন্ধ, সিলেটে শ্রম আদালতের প্রতিনিধি শ্রমিক লীগের নাম ব্যবহার করে প্রভাব বিস্তারকারী নাজমুল আলম রোমেনকে প্রত্যাহার, উচ্চ আদালতের নির্দেশনার আলোকে পাথর কোয়ারি খুলে দেওয়া, ভাঙাচোরা রাস্তাগুলোর দ্রুত সংস্কার এবং নতুন সিএনজিচালিত অটোরিকশা বিক্রি বন্ধ ও বিক্রয়কৃত গাড়ির রেজিস্ট্রেশন দেওয়া।
এ ছাড়া অনুমোদনহীন গাড়ি যেমন— অটোবাইক, ব্যাটারিচালিত রিকশা ও ডাম্পিংকৃত গাড়ি চলাচল বন্ধ রাখার দাবি জানিয়ে আসছেন পরিবহণ শ্রমিকরা।
মন্তব্য করুন