নূরুজ্জামান ফারুকী, হবিগঞ্জ: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ও সাংগঠনিক কার্যক্রকে গতিশীল করতে বাংলাদেশ আওয়ামী লীগ নবীগঞ্জ উপজেলা শাখার বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির এমপি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে যেভাবে খন্দকার মোস্তাক বিশ্বাস ঘাতকতা করেছে সেরকম সুযোগ সন্ধানীরা বর্তমান রাজনীতিতেও আছে। তাদেরকে এড়িয়ে চলতে হবে। দলের সাথে কেউ বেঈমানী করলে তার বিপরীত ফল ভোগ করতে হয়। তিনি বলেন, বঙ্গবন্ধুর হত্যার পর জিয়াউর রহমান আইন করে বঙ্গবন্ধু হত্যার বিচার বন্ধ করেছিলেন সেই রাষ্ট্রের ক্ষমতায় আজ আওয়ামীলীগ।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে দলকে সুসংগঠিত করাই দলের একমাত্র লক্ষ্য। ওয়ার্ড ইউনিয়ন তৃণমূল পর্যায়ে ত্যাগীদের মধ্য থেকে সঠিক নেতা নির্বাচন করতে হবে। আগামী ইউনিয়ন নির্বাচনে যারা দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিবে এবং বিদ্রোহী প্রার্থী হবে তাদেরকে ভবিষ্যতে দলের পদ-পদবী ও দলীয় মনোনয়ন দেয়া হবেনা। আসন্ন নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে একযোগে কাজ করতে হবে। তিনি বলেন, বিগত দিনে দুর্নীতির কারণে বিএনপি আজ অস্তিত্ব হারা। আওয়ামীলীগ তৃণমূলে সুসংগঠিত আওয়ামীলীগকে আন্দোলনের হুমকি দিয়ে ক্ষমতা থেকে সড়ানো ও দমিয়ে রাখা যাবেনা। মঙ্গলবার (৫ অক্টোবর) বিকেলে নবীগঞ্জ জে.কে সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা তিনি এসব কথা বলেন। নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আলমগীর চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সহসভাপতি অ্যাডভোকেট আবুল ফজল, সাংগঠনিক সম্পাদক নুর উদ্দিন চৌধুরী বুলবুল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সুলতান মাহমুদ। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আতাউর রহমান, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সাবেক মেয়র তোফাজ্জল ইসলাম চৌধুরী, সদস্য সুখেন্দু রায় বাবুল, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট গতি গোবিন্দ দাশ, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী মোজাহিদ আহমেদ, পানিউমদা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইজাজুর রহমান, আউশকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দিলাওয়ার হোসেন,
বড় ভাকৈর পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আক্তার হোসেন ছুবা, দেবপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মোহিত চৌধুরী, কালিয়ারভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এমদাদুল হক চৌধুরী, বাউসা ইউনিয়নের চেয়ারম্যান আবু সিদ্দিক, কুর্শি ইউনিয়নের চেয়ারম্যান আলী আহমদ মুছা, সদর ইউনিয়নের চেয়ারম্যান জাবেদুল আলম চৌধুরী সাজু, দীঘলবাক ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদ এওলা মিয়া, সাবেক চেয়ারম্যান ছালেহ আহমদ চৌধুরী। উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবলীগের সদস্য গাজী মোহাম্মদ শাহেদ, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী, নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মেলেন্দু দাশ রানা, জেলা পরিষদের সদস্য আব্দুল মালিক, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান কাজল, কাজী ওবায়দুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক রিজভী আহমেদ খালেদ, রবিন্দ্র কুমার পাল, সাবেক প্যানেল মেয়র আওয়ামী নেতা এটিএম সালামসহ আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের ওয়ার্ড, ইউনিয়ন, পৌর ও উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মী। বর্ধিত সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে কোরআন তিলাওয়াত করেন ক্বারী আসলাম গাজী, গীতাপাঠ করেন সাংবাদিক উত্তম কুমার পাল হিমেল।
মন্তব্য করুন