সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশায় আব্দুল আজিজ (৪৭) ও মনি আক্তার (৩৩) নামে দুই মাদক কারবারিকে ৮কেজি গাঁজাসহ আটক করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার সেলবরষ ইউনিয়নের উওর বীর গ্রামের নিজ বাড়ি থেকে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মুনতাসির হাসানের নেতৃত্ব জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও থানা পুলিশ ও আনসারদের সমন্বয়ে গঠিত এক যৌথ টাস্কফোর্সের মাধ্যমে অভিযান চালিয়ে ওই দুই মাদক কারবারিকে আটক করা হয়।
আটক মাদক কারবারিরা হলেন, উপজেলার সেলবরষ ইউনিয়নের মো. নূর ইসলামের ছেলে আব্দুল আজিজ ও তার স্ত্রী মনি আক্তার।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ খুরশেদ আলম জানান, উওর বীর গ্রামের আব্দুল আজিজ ও তার স্ত্রী মনি আক্তার দীর্ঘদিন ধরে নিজ এলাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় গোপনে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব বিক্রি করে আসছিল বলে আমাদের কাছে অভিযোগ ছিল। এবং তখন থেকেই আমরা তাদেরকে মালমালসহ গ্রেপ্তার করার জন্য একাধিক সোর্স নিয়োগ করি।
এ অবস্থাায় মঙ্গলবার দুপুরে তাদের ঘরে মাদক থাকার বিষয়টি নিশ্চিত হই। পরে এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে থানা পুলিশ আনসারসহ আমাদের সমন্বয়ে গঠিত একটি যৌথ টাস্কফোর্সের মধ্যমে আমরা সেখানে অভিযান চালিয়ে ৮কেজি ভারতীয় গাঁজাসহ তারা স্বামী – স্ত্রী দু’জনকে আটক
করতে সক্ষম হই। তিনি আরো জানান, এ ব্যাপারে তিনি নিজেই বাদি হয়ে ওই দুই মাদক কারবারির নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ওই দিন বিকেলে ধর্মপাশা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করার পর আদাতলের নির্দেশে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়।
মন্তব্য করুন