সুমন কর্মকার, তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ দেবী দূর্গার আগমনে অশুভ শক্তির বিনাশ আর জগতে শান্তি প্রতিষ্ঠা হবে – এমন বিশ্বাস নিয়ে প্রতিবারের মত এবারও সাতক্ষীরা তালা উপজেলায় ১৮৬টি পূজা মন্ডপে চলছে দূর্গা পূজার ব্যাপক প্রস্তুতি। এখন চলছে প্রতিমার মাটির কাজ। ব্যস্ত সময় পার করছেন ভাস্কররা।
১১ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ‘দুর্গোৎসব’। এবার দেবী দুর্গার আগমন ঘটবে ঘোটকে করে এবং গমন করবেন দোলায় করে।
কয়েকটি পূজা মন্ডপ সরজমিন পরিদর্শন করে দেখা যায়, উপজেলার প্রতিটি পূজামন্ডপে দূর্গাপূজার প্রস্তুতি চলছে। ভাসস্করা খড়-মাটির কাজে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন।
প্রতিমা ভাস্কর মাগুরা গ্রামের শোভনলাল দাশ তিমির বলেন, গত একমাস ধরে বিভিন্ন ডিজাইনের প্রতিমার খড় মাটির কাজ চলছে। এখন থেকে পূজার আগের রাত পর্যন্ত কাজ চলবে বিভিন্ন মন্ডপে। তবে পরিশ্রমের তুলনায় পারিশ্রমিক পর্যাপ্ত না হলেও আন্তরিকতার সহিত কাজ করেন তারা। দৃষ্টিনন্দন সুন্দর প্রতিমা তৈরি করতে হলে মনের মাধুরী দিয়ে কাজ করতে হয় বলে জানান ভাসস্করা ।
তালা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক প্রণব ঘোষ বাবলু জানান, উপজেলায় ১৮৬টি পূজা মন্ডপে দূর্গা পূজার প্রস্তুতি চলছে। সকলের সহযোগিতায় উৎসবমূখর পরিবেশে দূর্গোৎসব পালিত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
মন্তব্য করুন