তৌহিদ চৌধুরী প্রদীপ, সুনামগঞ্জঃ সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা.আব্দুর রহিম এঁর রাষ্ট্রীয় মর্যাদা শেষে জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকালে দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের রাষ্ট্রীয় মর্যাদা ও জানাযা অনুষ্ঠিত হয়। ছাতক বাঘবাড়ির কেন্দ্রীয় জামে মসজিদে দ্বিতীয় জানাযা শেষে বাঘবাড়ি পঞ্চায়তি কবরস্থানে চির নিদ্রায় সমাহিত করা হয়।
রষ্ট্রীয় মর্যাদায় সালাম প্রদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. ফয়সল আহমদ, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর ও পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ। জানাযায় আরো উপস্থিত ছিলেন ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক, আওয়ামীলীগের অপর গ্রুপের আহবায়ক ফরিদ আহমদ তারেক, দোয়ারাবাজার সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক আব্দুল খালেক, লক্ষিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক আমিরুল হক,ছাতক উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক আফজাল হোসেন, উত্তর কোরমা ইউনিয়ের চেয়ারম্যান বিল্লাল আহমদ, আওয়ামীলীগ মোশাহিদ আলী, জেলা পরিষদের সদস্য এপিপি আব্দুল আজাদ রুমান, আওয়ামীলীগ নেতা তানভীর আশরাফ চৌধুরী বাবু, ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু শাহাদাৎ মো.লাহিন, জেলা বারের সভাপতি এডভোকেট নজরুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট চান মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধাদের সাবেক কমান্ডার শফর আলী, , পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ, বোগলাবাজার ইউনিয়নের পরিষদের সাবেক চেয়ারম্যান আহাম্মদ আলী আপন, বোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েল, দোয়ারাবাজার সমিতি সিলেটের সাধারণ সম্পাদক দেওয়ান রুশো চৌধুরী, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক নুর হোসেন মোহাম্মদ আব্দুল্লাহ, দেওয়ান আসিদ রাজা চৌধুরী,আওয়ামীলীগ নেতা রোটারিয়ান নুরুল ইসলাম প্রমুখ।
মন্তব্য করুন